Be a Trainer! Sha re your kowledge.
Home » horror » [Horor Post] বাংলাদেশের ৭টি রহস্যময় স্থান।[Must See]

[Horor Post] বাংলাদেশের ৭টি রহস্যময় স্থান।[Must See]

Best Social Site


Wellcome Back
প্রাচীনকাল থেকে রহস্যের প্রতি মানুষের রয়েছে দূর্নিবার আকর্ষণ, আর এই আগ্রহের সূত্র ধরে একদিকে যেমন রহস্য ঘেরা পৃথিবীর অনেক অজানা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে তেমনি অনেক কিছু রয়ে গেছে আগের মতোই ব্যাখ্যাহীন। তবুও রহস্য পাগল মানুষেরা প্রতি মূহুর্তে অদম্য নেশায় সকল রহস্যের নৈপথ্যের কারণ অনুসন্ধ্যানে মেতে রয়েছেন। বাংলাদেশেও বেশ কিছু রহস্যময় স্থান রয়েছে, ভ্রমণ গাইডের এই আয়োজনে আমরা বাংলাদেশের ৭টি রহস্যময় স্থান সম্পর্কে জানব। প্রতিটি জায়গার রহস্যের গল্প বা মিথ অনেকদিন ধরেই প্রচলিত। এইসব রহস্যময় জায়গার ঘটনা গুলো ভ্রমণ গাইড টিম কর্তৃক অনুসন্ধান করা হয়নি। আমরা শুধু প্রচলিত গল্প গুলোই তুলে ধরার চেষ্টা করেছি।
১. বগা লেক

বগাকাইন হ্রদ বা বগালেক বান্দরবান জেলা শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে রুমা উপজেলাস্থ কেওক্রাডং পর্বতের কাছে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির হ্রদ। বগা লেক ঘিরে বসবাসকারী ‘বম’ উপজাতিরা বিশ্বাস করেন অনেক আগে এখানে ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলা ড্রাগন বাস করতো। নিজেদের নিরাপত্তার কথা ভেবে গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে ড্রাগনের মুখ থেকে প্রচণ্ড আগুন বের হয়ে পাহাড়কে বিস্ফোরিত করে আর তা থেকেই জন্ম নেয় এই লেক। বম ভাষার শব্দ বগা অর্থ ড্রাগন। রুমা উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে বগা লেকের এমন রহস্যের কথাই লিখা রয়েছে। আজ পর্যন্ত বগা লেকের গভীরতা নির্ণয় সম্ভব হয়নি। আবার প্রতিবছর অজানা এক কারণে এই লেকের পানির রঙ বদলে যায় যা আজো এক অমিমাংসিত রহস্য।
২. সোয়াচ অব নো গ্রাউন্ড

মেঘনা নদী আর সাগরের মিলিত হওয়ার জায়গা বা মোহনাকে উপনিবেশ শাসনামলে ব্রিটিশরা সোয়াচ অব নো গ্রাউন্ড বা অতলস্পর্শী নামকরন করেন। তৎকালীন ব্রিটিশদের মতে সমুদ্রের এই জায়গাটির কোন তল বা সীমা নেই। অনেকে আবার সোয়াচ অব নো গ্রাউন্ডকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ বলে মনে করেন। প্রায় ১ লক্ষ ২৫ হাজার বছর পূর্বে তৈরি হওয়া এই সোয়াচ অব নো গ্রাউন্ড এর গভীরতা পরিমাপ করা আজো সম্ভব হয়নি। যা কোনদিন সম্ভব হবে কিনা সেটাই এক রহস্য।
৩. লালবাগ কেল্লার সুড়ঙ্গ

নিয়েলালবাগ কেল্লা মানুষের মুখে মুখে অনেক কাহিনী প্রচলিত আছে। বিশেষ করে লালবাগ কেল্লার সুড়ঙ্গ সম্পর্কিত আলোচনা বহুল প্রচলিত। ধারনা করা হয় জমিদারদের বিপদ থেকে বাঁচার শেষ উপায় হিসাবে এই সুড়ঙ্গটি ব্যবহার করা হত। এই সুড়ঙ্গের বিশেষ রহস্য হল, একবার এখানে প্রবেশ করলে আর ফিরে আসা যায় না অর্থাৎ এই সুড়ঙ্গে প্রবেশকারীকে আর খুঁজে পাওয়া যায় না। লালবাগ কেল্লার সুড়ঙ্গের ভেতর খুবই অন্ধকার, সাধারণ টর্চের আলো এখানে কোন কাজে আসে না। বর্তমানে বাংলাদেশ সরকারের নির্দেশে লালবাগ কেল্লার সুড়ঙ্গটি বন্ধ করে দেয়া হয়েছে। যার কারণে এখনো রহস্যময় হয়েই থেকে গেল লালবাগ কেল্লার এই সুড়ঙ্গ।
৪. ফয়েস লেক

সৌন্দর্য্য ও বিনোদনের জন্য ফয়েস লেক একটি প্রসিদ্ধ নাম। তবে নজরকাড়া সৌন্দর্য্যের সাথে সাথে ফয়েস লেক কে ঘিরে নানান রকম গল্প প্রচলিত আছে। প্রায়শই শুনা যায় এখানে সাদা ও কালো পোশাক পরিহিত দুই রহস্যময় নারী ঘোরাফেরা করে। স্থানীয় মানুষের মতে, ফয়েস লেকে এই দুজন নারীর মৃত্যু হয় কিন্তু তাদের অতৃপ্ত আত্মা লেক ছেড়ে কখনো যায়নি। তবে এসব গল্পের এখন পর্যন্ত কোন সত্যতা পাওয়া যায়নি কিন্তু প্রচলিত ভুতুড়ে গল্পগুলো ফয়েস লেককে আরো রহস্যময় করে তুলেছে।
৫. চলন বিল

নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত চলন বিল দেশি বিদেশি পর্যটকদের কাছে সমান আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান। তিন জেলা জুড়ে চলন বিলের বিস্তৃতি হলেও সিরাজগঞ্জ অংশ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে প্রচলিত রয়েছে বেশকিছু ভুতুড়ে গল্প, যা চলন বিল ভ্রমণে পর্যটকদের আগ্রহ আরো বাড়িয়ে তোলে। জানা যায় সিরাজগঞ্জ জেলার তাড়াস উপজেলায় অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী জমিদার কোন এক অজ্ঞাত কারণে হঠাৎ করে জমিদার মারা যান। জমিদারের মৃত্যুর রাতেই এখানে তিনটি মন্দির গড়ে উঠে এবং মন্দিরগুলো পর দিনই আপনা আপনি ভেঙ্গে যায়। এরপর থেকে স্থানীয় লোকজনের সাথে ঘটে যাচ্ছে বিভিন্ন রহস্যময় ঘটনা।
৬. গানস অব বরিশাল

ব্রিটিশ শাসনামলে বাকেরগঞ্জ হিসাবে পরিচিত বরিশালের তৎকালীন ব্রিটিশ সিভিল সার্জন প্রথম ‘গানস অব বরিশাল’ ঘটনাটি প্রকাশ করেন। প্রতি বর্ষার শুরুতে অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গভীর সাগর থেকে কামান দাগার আওয়াজ আসতো আর তখন ব্রিটিশরা মনে করতেন কোন জলদস্যু আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু প্রতিবার অনেক খোঁজাখুজি করেও জলদস্যুর কোন হদিস পাওয়া যায়নি। দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে এক বা একাধিক কামান দাগার বিকট শব্দগুলো বেশি শোনা যেত। কোথা হতে এই অদ্ভুত কামানের শব্দ আসতো সেই রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি। জনপ্রিয় কবি সুফিয়া কামাল তাঁর আত্মজীবনীতেও এই কামানের শব্দের কথা লিখে গেছেন। তবে ১৯৫০ সালের পর থেকে এই রহস্যময় কামান দাগার শব্দ আর শোনা যায়নি।
৭. চিকন কালা বা নিফিউ পাড়া

চিকন কালা বা নিফিউ পাড়া বাংলাদেশ এবং মায়ানমারের নো ম্যানস ল্যান্ডে অবস্থিত একটি রহস্যময় গ্রাম। এখানে হরহামেশা দাঁতালো শুকুর, ময়ুর, বাঘ এবং ভাল্লুকের শব্দ শুনা যায়। এছাড়াও এলোমেলো ভাবে চিতা বাঘের ছাল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। চিকন কালার বাসিন্দাদের মতে বছরের অনিদৃষ্ট এক সময়ে গভীর বনের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে আর তখন বনের মধ্যে কেউ আটকে গেলে সে আর ফিরে আসে না। কিছুদিন পরে বনের ভেতরে তাদের মৃত দেহের খোঁজ পাওয়া গেলেও শরীরে আঘাতের কোনরকম চিহ্ন থাকে না। বাংলাদেশের এই রহস্যময় স্থান গুলো সম্পর্কে আপনার কি মতামত? মন্তব্য করে আমাদের জানান। ভালো লেগে থাকলে শেয়ার করুন বন্ধুদের সাথে।
2019 ago [08-09-19 (04:05)]

About Author

admin
Author

No responses to [Horor Post] বাংলাদেশের ৭টি রহস্যময় স্থান।[Must See]

    Be first Make a comment.

Leave a Reply

You must be logged in to post a comment.
Back To Top

DOWNLOAD NOW